Dear Belpahari


এই website  টি আমাদের বেলপাহাড়ির এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য কে তুলে ধরার জন্য তৈরি । আমাদের বেলপাহাড়ি পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা এক সুবিশাল আকৃতির সৌন্দর্যের অধীনে । এই জঙ্গলমহল নিয়ে যত ভাবি তত যেন বেশি করে আবার তার প্রেমে পড়ে যাই ।

জঙ্গলমহল' শব্দটির সাথে জড়িয়ে আছে এক আদিমতা, রোমহর্ষক ও গা ছমছমে একটা ব্যাপার। তাই জঙ্গলমহলের আকর্ষণ এড়ানো দায়   ।
বেলপাহাড়ি থেকে চাকডোবার পথে
খান্দারানী খাল
আমাদের জঙ্গলমহল এর কিছু আকর্ষণীয় ছবি
আমাদের আকর্ষণ আরো অনেক গুণ বাড়িয়ে তোলে আমাদের এই পরিবেশ যা মনোমুগ্ধকর ,এক ভালোবাসার ছোয়া এক অপূর্ব অনুভূতি যা আমরা কখনো ভুলতে পারি না 
খান্দারানী খাল 

 বৃষ্টি হলে লালমাটি নাকি নরম হয়ে বসে যায়। যাইহোক পৌঁছলাম লেকের সামনে। পাহাড় জঙ্গলে ঘেরা প্রাকৃতিক এই লেক। লেকের জলে কত পদ্মপাতাশীতে পরিযায়ী পাখিরা ভীড় জমায় এখানে। পিছনেই গাড়ড়াসিনী পাহাড় দেখতে পেলাম। আকাশ কালো করে পাহাড় বেয়ে যেন মেঘ নেমে এসেছে লেকের জলে। বৃষ্টি ভেজা জঙ্গলমহলকে যেন এক স্নিগ্ধ সোহাগী প্রেমিকার মত দেখাচ্ছিল।



এই সব জায়গায় অনুভূতি টা অনেক টা অন্যরকম, কেমন জানি একটা কবি কবি ভাবমুর্তি ফুটে ওঠে। যাইহোক নিচের যে ছবি টা আপনারা দেখছেন এটা বেলপাহাড়ী থেকে ঘাটশীলা যাবার পথে। 
       

Comments

Post a Comment

Popular posts from this blog

Belpahari